কাতারে সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা নিয়ে যে কথা হলো

কাতারে সফরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা নিয়ে যে কথা হলো

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ২২:৩৪, ৬ জানুয়ারি ২০২৫

কাতার সফরে গেছেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানী। এরই মধ্যে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকও হয়েছে। 

বৈঠকে তিনি সিরিয়ার ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কাতারকে মধ্যস্থতা করার অনুরোধ জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৫ জানুয়ারি) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবর আল থানির সঙ্গে বৈঠক করেন শিবানী। 

বৈঠকের বিষয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, আসাদ সরকারের আমলে আমেরিকা সিরিয়ার ওপর যে নিষেধাজ্ঞাগুলো চাপিয়েছিল, তা যেন এবার তুল নেওয়া হয়। আর কাতার যেন এ বিষয়ে মধ্যস্থতা করে।

এছাড়াও কাতারের সঙ্গে সিরিয়া ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি। পরিকাঠামোর উন্নতির জন্য কাতারের সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, বৈঠকের পর কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনকে তারা স্বাগত জানাচ্ছে। সিরিয়ার মন্ত্রীরা ইতোমধ্যেই তাদের ওপর থেকে আমেরিকার একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। সিরিয়াও বিষয়টি স্বীকার করেছে।

মাত্র ২ সপ্তাহ আগে সিরিয়ায় ক্ষমতা দখল দখল করেছে ইসলামিক বিদ্রোহী দল এইচটিএস। দীর্ঘ দিনের বাশার আসাদের সরকারের পতন হয়েছে। আসাদের সঙ্গে রাশিয়া এবং ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 

ক্ষমতায় এসেই যেভাবে কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির কথা বলল সিরিয়ার বর্তমান শাসক, তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞেরা মনে করছেন, আসাদের আমলে বিশ্ব রাজনীতিতে সিরিয়ার যে কূটনৈতিক অবস্থান ছিল, এবার তা ১৮০ ডিগ্রি ঘুরে আমেরিকার দিকে যাবে। কাতারে গিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement