ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১০:৩২, ৮ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ছড়িয়ে পড়েছে। দ্রুত গতিতে বাড়ছে দাবানলের গতি। 

ক্যালিফোর্নিয়ার বনায়ন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছে, শুরুতে ২০ একর এলাকায় দাবানল দেখা দিলেও সময়ের ব্যবধানে তা ২৯২১ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি হয়। শুষ্ক আবহাওয়া ও ৮০-১০০ কিলোমিটার গতিবেগে বাতাসের কারণে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি বলেছেন, ৩০ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হচ্ছে। ১৩ হাজার ভবন দাবানলের হুমকির মধ্যে রয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোন বলেছেন, প্যাসিফিক প্যালিসেডস "বিপদমুক্ত নয়"

ফুটেজে দেখা যাচ্ছে, প্যাসিফিক প্যালিসেডেস এলাকায় আগুন জ্বলছে এবং বাসিন্দারা আগুন থেকে বাঁচতে তাদের গাড়ি ছেড়ে পালাচ্ছে।

ক্যালিফোর্নিয়ায় লক্ষ লক্ষ লোক একটি লাল পতাকা সতর্কতার অধীনে রয়েছে, যার অর্থ একটি চরম আগুনের বিপদ রয়েছেন তারা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল বলেছেন, রাতে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় রেসকিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিয়ে ফাঁকা করে দিতে বলা হয়েছে।

দাবানলটি উইল রজার্স স্টেট বিচে পৌঁছেছে বলে মনে হচ্ছে, যেখানে কর্মকর্তারা দিনের শুরুতে একটি সংবাদ সম্মেলন করেছিলেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement