ইউক্রেনের ৪,০০০ বর্গ কি.মি. দখলে নিলো রাশিয়া
Published : ১৮:৫০, ৮ জানুয়ারি ২০২৫
ইউক্রেনের পূর্বাঞ্চলের সম্পদসমৃদ্ধ শহর কুরাখোভে দখলে নিয়েছে রুশ বাহিনী। চলতি সপ্তাহে এমনটি দাবি করেছে মস্কো। সেখানে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ তিন বছর ধরে চলেছে। ইতোমধ্যে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুনভাবে আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবুও, মস্কোর বাহিনী পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে এগিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। এই ধ্বংসাত্মক এবং শক্তি ক্ষয়ের লক্ষ্যে দীর্ঘ যুদ্ধ ইউক্রেনীয় বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে। সেই সঙ্গে রাশিয়ার লাগাতার হামলার মুখে জনবলের সংকটে ভুগছে কিয়েভ।
এখন, নতুন কিছু তথ্যে উঠে এসেছে যুদ্ধের খরচ উভয় পক্ষের জন্য কতটা বেড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘর্ষে পরিণত হয়েছে ইউক্রেন যুদ্ধ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৪ সালে মরিশাসের দ্বিগুণের সমান ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নিয়েছে রাশিয়া। কিন্তু এর বিনিময়ে কতজন সৈন্য হারিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ও সরকারপ্রধানের প্রশাসনিক কার্যালয় নামে পরিচিত ক্রেমলিন?
ওয়াশিংটন ডিসিভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এর জিওলোকেটেড প্রমাণ অনুযায়ী, ২০২৪ সালে রুশ বাহিনী ইউক্রেনের ৪ হাজার ১৬৮ বর্গ কিলোমিটার (১ হাজার ৬০৯ বর্গমাইল) এলাকা দখল করেছে। এটি ভারত মহাসাগরের দেশ মরিশাসের দ্বিগুণ এবং গোটা নিউইয়র্ক সিটির পাঁচ গুণ বড় এলাকা।
রুশ বাহিনীর দখলকৃত এই ভূখণ্ড মূলত ইউক্রেনের মাঠ ও ছোট ছোট বসতি নিয়ে গঠিত। পাশাপাশি তারা কুরস্ক থেকে ইউক্রেনের পুনর্দখলকৃত কিছু এলাকা ফের দখলে নিয়েছে। এছাড়াও, মার্কিন সংস্থাটি জানিয়েছে, আভদিভকা, সেলিদোভ, ভুগলেদার এবং কুরাখোভে - এই চারটি মাঝারি আকারের বসতি দখলে নিয়েছে রাশিয়া।
ইউরোপের বৃহত্তম দেশগুলোর মধ্যে অন্যতম ইউক্রেনের আয়তন ৬ লাখ ৩ হাজার ৫৪৮ বর্গকিলোমিটার। এটি রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ।
রাশিয়া কত সৈন্য হারিয়েছে? ইউক্রেনের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার ৪ লাখ ২৭ হাজার সৈন্য হতাহত হয়েছে। এদের অনেকে নিহত হয়েছেন আর অন্যরা আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিই।
নতুন বছরের ২ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, গত বছর রাশিয়ার মোট ক্ষতি ৪ লাখ ৩০ হাজার ৭৯০ সৈন্য।
এই বিষয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার গড় দৈনিক ক্ষতি ১,১৮০ এবং প্রতি বর্গ কি.মি. দখল করতে গিয়ে হারাতে হয়ে প্রায় ১০৩ সেনা। সংবাদমাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে এসব উঠে এসেছে।
কিয়েভ আরও জানিয়েছে, বছরের শেষ দিকে রাশিয়ার ক্ষয়ক্ষতি তুলনামুলকভাবে বেড়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নভেম্বরে হতাহতের সংখ্যা ৪৫ হাজার ৭২০ এবং ডিসেম্বরে ৪৮ হাজার ৬৭০ সৈন্য হয়ত নিহত হয়েছে অথবা আহত হয়েছে। তবে, এদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়ে বা যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
স্বতন্ত্র রুশ ওয়েবসাইট মেডিয়াজোনা এর মতে, ১ জানুয়ারি ২০২৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৪৮১ রুশ সৈন্য নিহত হয়েছে।
মেডিয়াজোনা রুশ সৈন্যদের নাম সংগ্রহ করে এবং এটি প্রমাণ করার জন্য মৃত্যুসংবাদ, আত্মীয়দের হৃদয়বিদারক পোস্ট, স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি এবং অন্যান্য প্রতিবেদন ব্যবহার করে।
মেডিয়াজোনার মতে, ২০২৪ সালের সংখ্যাগুলো প্রাথমিকভাবে অনুমিত এবং এটি উল্লেখ করেছে যে গত বছরের যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী বছর হয়ে উঠতে পারে। তবে এটি এখনো প্রমাণ করা সম্ভব নয়, কারণ হতাহতের তথ্য অনেক দেরিতে প্রকাশ করা হয়।
সংবাদমাধ্যম আল জাজিরা এই সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে, লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাংক চ্যাথাম হাউসের রাশিয়া এবং ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী ফেলো টিমোথি অ্যাশ বলেন, ‘এটি সম্ভবত রাশিয়ার মৃত্যুর সংখ্যা ১ লাখের বেশি।’ তবে ১৭ ডিসেম্বর ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডে-কে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় কমান্ডার সিরস্কিই জানিয়েছেন, ইউক্রেনে রুশ সৈন্যের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ওলেগ ইগনাটভ জানিয়েছেন, এমন মন্তব্য প্রশ্ন তুলছে যদি মস্কো এত বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়, তবে ইউক্রেনে রুশ সৈন্য সংখ্যা কীভাবে বাড়ছে? তিনি বলেন, আমরা ঠিক জানি না, রুশ বাহিনীতে দ্রুততার সঙ্গে নতুন নতুন সেনা নিয়োগ ও মোতায়েনের ফলে এত বেশি হতাহতের প্রভাব যুদ্ধক্ষেত্রে তেমনভাবে পড়ছে না।
বিডি/এন