সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু

সিরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:১৯, ৮ জানুয়ারি ২০২৫

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। গত মাসে বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের পর সিরিয়ার গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দামেস্ক বিমানবন্দরে কাতার থেকে ফ্লাইটে যাত্রীরা নামার পর সেখানে আনন্দ-উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। দামেস্ক বিমানবন্দরের পরিচালক আনিস ফালাও বলেন, আজ নতুন করে সবকিছু শুরু হলো। আমরা ফ্লাইট আগমন ও বহির্গমন শুরু করেছি।

দামেস্ক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট গেছে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। এর আগে সোমবার স্থানীয় সময় বেলা একটার দিকে কাতারের একটি বাণিজ্যিক ফ্লাইট দামেস্ক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইট চালুর বিষয়টি রোববারই জানিয়েছিল সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষ।

সংস্থার প্রধান আশহাদ আল-সালিবি জানান, রাজধানী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। এ দুটির বন্দর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত হয়েছে।

এদিকে বাশার সরকারের পতনের পর সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার শাসনকাজ যেন চলমান থাকে এবং দেশটির জরুরি সেবাগুলো যেন বাধাপ্রাপ্ত না হয়, সে জন্য আগামী ছয় মাস নিষেধাজ্ঞাগুলো স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর গত সোমবার এমন ঘোষণা দিয়েছে। সূত্র : আনাদুলু

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement