৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন
Published : ২৩:১৫, ৮ জানুয়ারি ২০২৫
ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ১ দশমিক ৫৫ কোটির বেশি ভোটার বিধানসভা নির্বাচনে ভোট দেবেন। ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। দিল্লির মোট ৭০টি বিধানসভা আসন রয়েছে। যার মধ্যে ১২টি সংরক্ষিত। নির্বাচনের জন্য ১৩ হাজার ৩৩টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে এক দফায়। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় রাজধানীতে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে।
আজ এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এই নির্বাচনে ২ লাখের বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। ভোটদানের অভিজ্ঞতা মসৃণ করার জন্য নির্বাচন কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের ভোটকেন্দ্রে সহজে প্রবেশের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ৮৫ বছরের বেশি বয়সীদের বাড়িতে বসে ভোট দেয়ার সুযোগ থাকবে।
সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে অভিযোগ উড়িয়ে দিয়ে রাজীব কুমার বলেন, ইভিএম হ্যাক করা অসম্ভব। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে এবং তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই প্রযুক্তি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নীতি বজায় রেখেছে।
ভোটার তালিকা নিয়ে অভিযোগের প্রসঙ্গেও বক্তব্য দিয়েছে নির্বাচন কমিশন। আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে ভোটার তালিকায় নাম যোগ ও বাদ দেয়ার অভিযোগ তুলেছে। তবে কমিশন জানিয়েছে যে তারা কোনো পরিবর্তন আনতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে।
এবারের নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। অন্যদিকে বিরোধী দল বিজেপিও আটঘাঁট বেঁধে নেমেছে। তাছাড়া কংগ্রেসও এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। বিজেপি ও আপকে নিশানা করে প্রচারণা চালাচ্ছে দলটি।
বিডি/এন