লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন
Published : ১৯:৪১, ৯ জানুয়ারি ২০২৫
পার্লামেন্টে দ্বিতীয় পর্যায়ে ভোট শেষে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপধান জোসেফ আউন। এর মধ্যে দিয়ে ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন দেশ পরিচালনার ইতি ঘটলো। খবর আল জাজিরা
লেবাননের নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য আউনের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬৫টি ভোটের প্রয়োজন ছিল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালের মধ্যেই তিনি তা পেয়ে যান। সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পেরে উল্লাসে ফেটে পড়েন পার্লামেন্ট সদস্যরা।
এর আগে প্রথম পর্যায়ের ভোটে ১২৮টি সংসদীয় আসনের মধ্যে দুই তৃতীয়াংশ ভোট না পাওয়ার কারণে তিনি নির্বাচিত হতে পারেননি। প্রথম পর্যায়ে তিনি ৭১টি ভোট পেয়েছিলেন। প্রয়োজন ছিল ৮৬টি ভোট কিন্তু। কিন্তু ওই সময়ে তিনি ১৫টি ভোট পেতে ব্যর্থ হন।
ভূমধ্যসাগরীয় দেশ লেবানন ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন চলছিল। এর আগে প্রেসিডেন্ট ছিলেন মাইকেল আউন।
বিডি/এন