ইউক্রেন-রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ট্রাম্প

ইউক্রেন-রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ০৯:৩৬, ২২ এপ্রিল ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তিকে ঘিরে বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি চুক্তি হয়, তাহলে দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বড় ব্যবসা’ শুরু করতে পারবে।

ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি আগামী সপ্তাহেই হতে পারে।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, আশা করি রাশিয়া ও ইউক্রেন এ সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছাবে। এরপর তারা উভয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা শুরু করবে।

এদিকে গত ১৯ এপ্রিল রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইস্টার উপলক্ষে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত (মস্কো সময়) অস্ত্রবিরতি থাকবে। তিনি কিয়েভকেও একই পথে আসার আহ্বান জানান।

এই ঘোষণা অনুযায়ী, ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাশিয়ার বাহিনীর জন্য অস্ত্রবিরতি কার্যকর হয়।

তবে প্রেসিডেন্ট পুতিন অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর কোনো নির্দেশ দেননি বলে রোববার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন। ফলে ইস্টার যুদ্ধবিরতির মেয়াদ রাতেই শেষ হচ্ছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement