ভারত-পাকিস্তান উত্তেজনা: সামরিক শক্তিতে কে এগিয়ে? 

ভারত-পাকিস্তান উত্তেজনা: সামরিক শক্তিতে কে এগিয়ে? 

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৬:০৮, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইতোমধ্যে করাচি উপকূলের কাছে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে দেশটি। 

শনিবারের (২৬ এপ্রিল) মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে জানিয়েছে পাকিস্তান নৌবাহিনী।

অপরদিকে, পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে। বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন-উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানায়, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে।

পাল্টাপাল্টি এই সামরিক প্রস্তুতির মধ্যে ভাষার লড়াইও থেমে নেই। ভারতের সিদ্ধান্তকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমরা ভারতকে যোগ্য জবাব দেব। এই জবাব কম হবে না।

সাম্প্রতিক উত্তেজনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশসীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে।

চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement