ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

Published : ১৪:৪০, ২৭ এপ্রিল ২০২৫
ইরানের বৃহত্তম বাণিজ্যিক ভবনে শক্তিশালী বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ৭৫০ জন।
শনিবার (২৬ এপ্রিল) দেশটির রাজধানী তেহরানের ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহিদ রাজয়ি বন্দরে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহিদ রাজয়িতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন। তিনি ইরানের সংবাদ সংস্থা ইলনাকে বলেছেন, বিস্ফোরণের কারণ কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক।
জাফরি বলেন, আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় এই বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের আশঙ্কা তুলে ধরেছিলেন।
রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দরের এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কনটেইনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
বিডি/ও