ভারতে ‘জিতিয়া’ উৎসবে ৩৭ শিশুসহ ৪৬ মৃত্যু

ভারতে ‘জিতিয়া’ উৎসবে ৩৭ শিশুসহ ৪৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ভারতের বিহারে হিন্দু ধর্মাবলম্বীদের ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসবে নদী ও পুকুরে পবিত্রস্নান করতে গিয়ে ১৫ জেলায় পৃথক দুর্ঘটনায় ৩৭ শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র: এনডিটিভি।

হিন্দু ধর্মাবলম্বী মায়েরা প্রতি বছর সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসব পালন করেন।

তিনদিনের এই উৎসব সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। এ সময় সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। পরে সন্তানদের নিয়ে বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে মায়েরা স্নান করতে যান। পবিত্রস্নানের জন্য নদী ও পুকুরে নামতেই এই দুর্ঘটনাগুলো ঘটে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরে পানি বৃদ্ধি পেয়েছিল। এসব জলাশয়ে ধর্মীয় উৎসবের অংশ হিসেবে গোসল করতে নেমেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। তখন আলাদা আলাদা স্থানে ৪৬ জন পানিতে ডুবে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমডির ওই কর্মকর্তা আরও বলেন, নদী ও পুকুরে পানি বৃদ্ধির কারণে সতর্কতা জারি করা ছিল। তবে উৎসবে যোগ দেওয়া লোকজন তা এড়িয়ে গিয়েছিলেন।

ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে।

বিহার রাজ্য সরকার ডুবে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement