বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা ফোর্সের প্রধান নিহত
Published : ১৪:১৮, ১৭ ডিসেম্বর ২০২৪
ইলেকট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণ রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের সিনিয়র জেনারেল ইনচার্জ নিহত হয়েছেন। মস্কোতে বসেই তিনি এমন ঘটনার শিকার হয়েছেন। দেশটির তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা
লেফটেন্যান্ট জেনারেল আইগর কিরিলভ যিনি রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার তিনি তার রায়াজানস্কাই প্রোসপেক্ট ভবনের সামনে বোমা হামলার শিকার হন। এতে তার সহকারীও নিহত হয়েছেন।
রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিস্ফোরক ডিভাইজে ৩০০ গ্রামের টিএনটি বিস্ফোরক দ্রবণ ছিল। দেশটির একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ভবনের প্রবেশ মুখ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং এর পাশেই রক্তমাখা তুষারের কাছে দুটি মরদেহ পড়ে আছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স ওই দৃশ্যের একটি ফুটেজ ধারণ করেছে। এছাড়া এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রসিকিউটরা গতকাল সোমবার কিরিলভকে কিয়েভে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযুক্ত করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।
বিডি/এন