ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ৩৮

ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৪:৩৮, ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাজিলে ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি সাও পাওলো থেকে রওনা হয়েছিল। পথে টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারান চালাক। এ সময় ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।এ ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) ভোরে দেশটির দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের তেওফিলো ওতোনি শহরের কাছে একটি প্রধান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীতে পূর্ণ বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষে পড় আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

দুর্ঘটনাস্থল থেকে সব ভুক্তভোগীদের সরানোর পর রাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, বাসে থাকা ৪৫ জনের মধ্যে বাস চালকসহ ৩৮ জন মারা গেছেন। অন্য যাত্রীদের অবস্থাও গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের পক্ষে জানানো হয়েছে, ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।

গভর্নর রোমিউ জেমা এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মিনাস গেরাইস সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ ট্র্যাজেডি মোকাবেলার জন্য সবচেয়ে মানবিক উপায়ে সহায়তা করতে তারা কাজ করছেন।

এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং দুর্ঘটনায় ৩০ জনের বেশি নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ভয়ানক ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।

২০০৭ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement