হাসপাতালে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

হাসপাতালে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:৫৬, ২২ ডিসেম্বর ২০২৪

তুরস্কে হাসপাতাল ভবনে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ আরোহীর নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি ভবনের চতুর্থ তলার সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে থাকা দুইজন পাইলট, একজন ডাক্তার ও একজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।

দুর্ঘটনাটি ঘন কুয়াশার সময় ঘটেছিল এবং এর কারণ তদন্ত করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক।

এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল উপস্থিত ছিল।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement