সিরিয়ায় প্রথমবার বিক্ষোভের মুখে আহমেদ আল-শারা, নেপথ্যে যে কারণ

সিরিয়ায় প্রথমবার বিক্ষোভের মুখে আহমেদ আল-শারা, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক

Published : ২০:২০, ২২ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতের পর প্রথমবারের মতো বিক্ষোভের মুখে পড়েছেন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আহমেদ আল-শারা।

স্থানীয় সংবাদমাধ্যম সানার প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে সিরিয়ার আলেপ্পো শহরে এই বিক্ষোভ ঘটে। বিক্ষোভের কারণ ছিল এইচটিএস বাহিনী কর্তৃক বেশ কয়েকজন নারীর অপহরণ। ওই নারীরা তাদের স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের এইচটিএস-এর আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়ার দাবি করেছিলেন। এর পরই তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে।

অপহৃতদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আহমেদ আল-শারার কাছে নারীদের মুক্তির দাবি জানান। সেই সঙ্গে তারা এই বলে হুমকি দেন যে, অপহৃত নারীদের মুক্তি না দিলে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠবে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের সঙ্গে এইচটিএস বাহিনীর সংঘর্ষ হয়।

এই বিক্ষোভটি সিরিয় নেতা আহমেদ আল-শারার বিরুদ্ধে প্রথমবারের মতো সংঘঠিত হয়েছে। যিনি সম্প্রতি একাধিক সশস্ত্র গোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে সিরিয়ায় বাশারবিরোধী অভিযান পরিচালনা করেন। যার ফলে গত ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন হয়। সূত্র: ইরনা

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement