ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
Published : ২১:১১, ২২ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ভানুয়াতুতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ৫ দিনের ব্যবধানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬.১।
তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার দ্বীপরাষ্ট্রটিতে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১২ জন নিহত হন। আহত হন আরও অন্তত ২০০ জন।
বিডি/ও