ইসরাইলের বিমানবন্দরে হুথির পালটা ক্ষেপণাস্ত্র হামলা
Published : ১৪:৫১, ২৭ ডিসেম্বর ২০২৪
ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে পালটা এ হামলার ঘটনায় বেন গুরিয়ন বিমানবন্দরটির কার্যক্রম ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খবর টাইমস অব ইসরাইলের।
ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জানিয়ে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এ সময় মধ্য ইসরাইলজুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাঙ্কারে পাঠানো হয়।
টাইমস অব ইসরাইলে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা চারটি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয়। যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ৩০ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে।
জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্য মেগান ডেভিড আদম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাঙ্কারে প্রবেশের সময় ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত কয়েকদিন ধরেই ইসরাইল ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে হামলা পালটা হামলা চলছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুথি মিডিয়া জানিয়েছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন।
বিডি/এন