আনাস হাসান খাত্তাব সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান

আনাস হাসান খাত্তাব সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৭:০৮, ২৭ ডিসেম্বর ২০২৪

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বাধীন সিরীয় কর্তৃপক্ষ আনাস হাসান খাত্তাবকে দেশটির নতুন গোয়েন্দা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছে। এই পদক্ষেপটি এইচটিএস প্রশাসনের ক্ষমতা মজবুত করার একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এইচটিএস। দলটি ডিসেম্বরের শুরুতে সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

আনাস হাসান খাত্তাব সিরিয়ার জাবহাত আল-নুসরা গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন। যা জাতিসংঘ এবং বিভিন্ন দেশে নিষিদ্ধ ছিল।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংযোগ থাকার কারণে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।

জাতিসংঘের মতে, আনাস হাসান খাত্তাব নিয়মিতভাবে আল-কায়েদার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন। যা সিরিয়ান গোষ্ঠীকে অর্থায়ন এবং অস্ত্র সরবরাহে সহায়তা করত।

এইচটিএস নেতৃত্বাধীন সিরিয়ার নতুন কর্তৃপক্ষ ১০ ডিসেম্বর মোহাম্মদ আল-বাসিরকে তাদের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে নিয়োগ দেয়।

এ বিষয়ে সিরীয় অন্তর্বর্তী সরকার প্রধান আল-বাসির বলেন, দেশের রূপান্তরকালীন সময় আগামী বছরের ১ মার্চ পর্যন্ত স্থায়ী হবে।

গত নভেম্বরের শেষে এইচটিএস নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিব এবং আলেপ্পো প্রদেশে একটি ব্যাপক আক্রমণ শুরু করে। পরে ৮ ডিসেম্বর তারা রাজধানী দামেস্কে প্রবেশ করে। যার ফলে সরকারি বাহিনী শহরটি থেকে সরে যায় এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে রাশিয়ায় পাড়ি জমান। সূত্র: মেহের নিউজ এজেন্সি ও প্রেস টিভি

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement