পাকিস্তানে সংঘর্ষে এক মেজর ও ১৩ সন্ত্রাসী নিহত
Published : ২২:০২, ২৭ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে তিনটি পৃথক সংঘর্ষে এক সামরিক কর্মকর্তা এবং ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনার সময় মেজর মুহাম্মদ আওয়াইস (৩১) তার সৈন্যদের নেতৃত্ব দিতে গিয়ে শহিদ হন। অন্য দুটি সংঘর্ষ ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বান্নু জেলায়।
বিবৃতিতে বলা হয়, খারিজিদের (সন্ত্রাসী) উপস্থিতির তথ্য পেয়ে বান্নু জেলার জানি খেল এলাকায় নিরাপত্তা বাহিনী একটি আইবিও পরিচালনা করে। অভিযানের সময় সৈন্যরা খারিজিদের অবস্থানে সফলভাবে হামলা চালায়। এতে ২ খারিজি নিহত হয়।
অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরও একটি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয়। সেখানে সংঘর্ষে ৫ জন খারিজি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় এবং ৮ জন আহত হয়।
আইএসপিআর জানায়, তবে তীব্র গোলাগুলির সময় সাহসী কর্মকর্তা মেজর মুহাম্মদ আওয়াইস সম্মুখ সারিতে থেকে লড়াই করে সাহসিকতার সঙ্গে আত্মত্যাগ করেন এবং শাহাদাত বরণ করেন।
তৃতীয় সংঘর্ষটি ঘটে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায়। আইএসপিআর জানিয়েছে, সেখানে আমাদের সৈন্যরা সফলভাবে ৬ জন খারিজিকে নির্মূল করে এবং ৮ জন খারিজি আহত হয়। ওই এলাকায় আরও সন্ত্রাসী আছে কিনা, তা খতিয়ে দেখতে পরিশোধন অভিযান চলছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের দুর্যোগকে নির্মূল করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সৈন্যদের এমন আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।
এদিকে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথক বিবৃতিতে মেজর মুহাম্মদ আওয়াইসের শহিদ হওয়ার ঘটনায় গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং কেপি-তে সফল অভিযানে ১৩ সন্ত্রাসীকে নির্মূল করায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বিডি/এন