মরক্কো উপকূলে নৌকাডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু
Published : ১৭:২৭, ২৮ ডিসেম্বর ২০২৪
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মালিয়ান সরকার বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর মরক্কোর আঞ্চলিক জলসীমার উপকূলীয় অঞ্চলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসী মারা গেছেন। তাদের মধ্যে ২৩ মালিয়ান অভিবাসী রয়েছেন।
মালিয়ান মন্ত্রী মোসা এগ আত্তাহের এক বিবৃতিতে বলেন, অভিবাসীবাহী একটি নৌকাডুবি ঘটেছে। এতে মালিয়ানসহ কয়েকজন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৪ মালিয়ান যুবক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেঁচে ফেরাদের মধ্যে ১১ মালিয়ান রয়েছেন।
গত কয়েক দশক ধরে অফ্রিকার এ অঞ্চলে সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব প্রকট হয়েছে। ফলে এসব এলাকার শত শত যুবক উন্নত জীবনের আশায় সমুদ্রপথে স্পেনে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এরপর তারা পশ্চিমা বিভিন্ন দেশে উন্নত জীবনে গড়ার ঝুঁকি নেন।
বিডি/এন