হামাসের সঙ্গে বৈঠক করলেন কাতারের প্রধানমন্ত্রী

হামাসের সঙ্গে বৈঠক করলেন কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৯:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৪

গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি। 

শনিবার (২৮ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।  

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধবিরতি আলোচনার সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয় বৈঠকে। চলমান যুদ্ধের ইতি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নেয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে।’

এর আগে চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, ‘যুদ্ধবিরতির আলোচনায় গতি ফিরেছে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনার ইতিবাচক ফল আশা করছি।’

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। তবে এই আলোচনা এখন পর্যন্ত কার্যকরের কোনো নিশ্চয়তা মেলেনি।

এদিকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন রোববার (২৯ ডিসেম্বর) ৪৪৯ দিনে গড়িয়েছে। এদিন গাজা শহরের কেন্দ্রস্থলে আল-ওয়াফা হাসপাতালের উপরের তলায় হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় ৭ জন নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement