সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১
Published : ১১:০৮, ৩০ ডিসেম্বর ২০২৪
রোববার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরও সিরিয়ার অস্ত্র এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে ইসরায়েল৷
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর উত্তর-পূর্বে শিল্প শহর আদ্রার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
বৈরুত-ভিত্তিক প্যান-আরব আল-মায়াদিন টিভিও বিমান হামলার খবর দিয়েছে। তবে তাদের প্রতিবেদনের মৃতের সংখ্যা ৬ জন বলা হয়েছে। রোববারের বিমান হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
২০১১ সালে দেশটির অভ্যুত্থান-গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, খুব কমই এসব হামলার দায় তেল আবিব স্বীকার করে। ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্যবস্তু ইরান-সমর্থিত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল।
আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার বিদ্রোহীরা এরইমধ্যে ইসরাইলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।
বিডি/এন