যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ২, আহত ১৯

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ২, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

Published : ২২:৩৭, ৩ জানুয়ারি ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফুলারটন বিমানবন্দরের কাছে একটি বাণিজ্যিক ভবনের ছাদে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ০৯ মিনিটে স্থানীয় রেমার অ্যাভিনিউর ২৩০০ নম্বর ব্লকের একটি ভবনে দুর্ঘটনাটি ঘটে। এটি ছিল ভ্যানস আরভি-১০ মডেলের একটি চার সিটের এক ইঞ্জিন বিশিষ্ট ছোট প্লেন। যেটি ওই ভবনে আঘাত করে এবং বিধ্বস্ত হয়।

ফুলারটন শহরটি ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে অবস্থিত এবং এটি লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ২২ মাইল (৩৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত দুজন বিমানের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। ভবনের ছাদে বিমানটি আগুনে পুড়ে যায়। নিহতদের পরিচয় পরে প্রকাশ করা হবে।

এদিকে দুর্ঘটনার পর ওই ভবনের ভেতরে থাকা ১৯ জনের মধ্যে ১১ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এ দুর্ঘটনার তদন্ত করছে। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement