রেললাইনে বসে পাবজি খেলা, ৩ কিশোরের করুণ পরিণতি

রেললাইনে বসে পাবজি খেলা, ৩ কিশোরের করুণ পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক

Published : ২৩:১২, ৩ জানুয়ারি ২০২৫

রেললাইনের ওপর বসে পাবজি খেলার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিন কিশোর। ভারতের বিহারের পশ্চিম চ্যাম্পপারা জেলায় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাওয়া ওই তিন কিশোর হলেন, ফুরকান আলম, সমীর আলম এবং হাবিবুল্লাহ আনসারী। পুলিশ জানিয়েছে, তারা তিন জনই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের মাঝে বসেছিল তিন কিশোর। কানে হেডফোন থাকায় তারা ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ।

এসডিপিও বিবেক দীপ এ বিষয়ে বলেন, ‘মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করেছি। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হবে।’

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement