চীনে সবজি মার্কেটে আগুন, ৮ মৃত্যু
Published : ০২:১৪, ৫ জানুয়ারি ২০২৫
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের একটি সবজি মার্কেটে আগুন লাগার ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) এ ঘটনাটি ঘটেছে বরে জানিয়েছে রয়টার্স।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগুন লাগার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগুন লাগার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১১ সালে মার্কেটটি চালু করা হয়েছিল। মার্কেটটিতে বিভিন্ন ধরনের ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীও বিক্রি করা হয়।
বিডি/এন