মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
Published : ১০:৩৭, ৫ জানুয়ারি ২০২৫
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন। মৃত্যুর সময় জাপানি এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর। তিনি দেশটির আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যাওয়ার পরে তোমিকো ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে আসিয়ার মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে বলেছেন, তোমিকো ইতুকা গত রোববার (২৯ ডিসেম্বর) মারা গেছেন। তিনি তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস যুগিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।
ইতুকার জন্ম ১৯০৮ সালের মে মাসে, প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রবীণ দিবসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে তাকে (গিনেস ওয়ার্ল্ড রেকডস) সার্টিফিকেট দেওয়া হয়। এই দিনে জাপানে সরকারি ছুটি থাকে যা দেশের বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে প্রতিবছর উদযাপিত হয়।
ইতুকা খুব ভালো ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন। তিনি ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং গিনেস অনুসারে তার দুই মেয়ে এবং দুই ছেলে ছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস দেখভাল করতেন। ১৯৭৯ সালে তার স্বামী মারা যাওয়ার পর জাপানের নারা শহরে একা থাকতেন ইতুকা।
বিডি/এন