ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৭:৩৭, ৫ জানুয়ারি ২০২৫

গুজরাটে ভারতীয় কোস্ট গার্ডের একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। একটি সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে।

হেলিকপ্টারটি বিধ্বস্তের পরই আগুন ধরে যায়, এতে থাকা তিনজন ক্রু মারা গেছেন। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। হেলিকপ্টারটি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হত। একটি খোলা মাঠে এটি বিধ্বস্ত হয়। যা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

ধ্রুব হেলিকপ্টারটি নিয়মিত টহলের অংশ হিসেবে যাওয়ার পথেই বিধ্বস্ত হয়। এতে আরও কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত কারো নাম পরিচয় জানা যায়নি।

গত চার মাস আগে সেপ্টেম্বরে আএলএইচ এমকে-৩ নামের একটি হেলিকপ্টার তিনজন ক্রু নিয়ে আরব সাগরে নিখোঁজ হয়। পরবর্তীতে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য জনকে খুঁজে পাওয়ার জন্য অনুসন্ধান চালানো অব্যাহত ছিল। পরবর্তীতে দীর্ঘ এক মাসের অনুসন্ধানের পর অক্টোবরে গুজরাট উপকূলে নিখোঁজ ক্রু’র মরদেহ খুঁজে পায় কোস্ট গার্ড।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement