সুপ্রিম কোর্টে  ১৬-২০ গ্রেডের চাকরির সুযোগ, পদ ৪৮

সুপ্রিম কোর্টে  ১৬-২০ গ্রেডের চাকরির সুযোগ, পদ ৪৮

চাকরি ডেস্ক:

Published : ১১:১২, ২৯ নভেম্বর ২০২৪

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৪ ক্যাটাগরির পদে ১৬-২০তম গ্রেডে ৪৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. অফিস সহকারী

পদ সংখ্যা: ৩৫

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি অথবা সমমান পাস। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বয়স: ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
 
২. মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী

পদ সংখ্যা: ৬

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
 
৩. ড্রাইভার

পদ সংখ্যা: ২

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

বয়স: ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
 
৪. সুইপার (পরিচ্ছন্নতাকর্মী)

পদ সংখ্যা: ৫

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস।

বয়স: ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১-৩ নম্বর পদের জন্য ২০০ ও অনলাইন ফি ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও অনলাইন ফি ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড ফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
 
আবেদনের সময়: ২- ১৭ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement