সঙ্গীর একাধিক প্রেম আছে, বোঝার উপায়

সঙ্গীর একাধিক প্রেম আছে, বোঝার উপায়

লাইফস্টাইল ডেস্ক

Published : ২১:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৪

দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনুভূতি, বিশ্বাস আর আস্থা। আগের মতো এখন আর লাইলি-মজনু ধরনের প্রেমে কেউ বিশ্বাসী নয়। তারপরও প্রেম রয়ে গেছে।

তবে এখনকার প্রেম শুধু একজনের সঙ্গে চলে না, সঙ্গে থাকে আরো বেশ কয়েকজনও। এক কথায়, একসঙ্গে একাধিক প্রেমিক-প্রেমিকা থাকে একজনেরই। তাইতো দিন দিন প্রেমের প্রতি বিশ্বাস হারাচ্ছে মানুষ। 

বলা হয়ে থাকে- ভালোবাসার মধ্যে সব থেকে বড় শক্তি হচ্ছে বিশ্বাস। পারস্পরিক বিশ্বাসের উপরই টিকে থাকে ভালোবাসার ভিত। কিন্তু আপনার সঙ্গী যদি দ্বিতীয়-তৃতীয় কারো সঙ্গে সম্পর্ক রাখে তাহলেই বিপদ। ভাবছেন কী করে বুঝবেন? হ্যাঁ, অন্য কারো সঙ্গে তার সম্পর্ক আছে কিনা সেটি বুঝার জন্য রয়েছে কিছু উপায়।

চলুন জেনে নেওয়া যাক কী সেই উপায়গুলো-

১) সঙ্গী প্রেমিক বা প্রেমিকা নয় বরং বন্ধুর মতো আচরণ।

২) সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার আত্মবিশ্বাস নেই।

৩) দুরত্ব বজায় রাখে ও ব্যস্ততার অজুহাত দেখায়।

৪) প্রয়োজন ছাড়া দেখা করে না।

৫) প্রেমিক/প্রেমিকা হিসাবে পরিচয় দেন না।

৬) প্রকৃত বন্ধুদের চেনেন না।

৭) সিদ্ধান্তহীনতায় ভুগছে বা দীর্ঘমেয়দী পরিকল্পনা উপস্থাপন।

৮) আপনাদের কথোপকথন একপেশে।

৯) সম্পর্ক স্থির হয়ে আছে।

১০) বারবার অতীতের স্মৃতিচারণ।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement