কেন শাড়ী পড়লে নারীদের অনেক সুন্দর দেখায়

কেন শাড়ী পড়লে নারীদের অনেক সুন্দর দেখায়

নিজস্ব প্রতিবেদক

Published : ২৩:০৮, ১৬ নভেম্বর ২০২৪

শাড়ি এমন একটি পোশাক যা বাঙালি মেয়েদের রূপকে আরও বেশি সুন্দর করে তোলে। শাড়ি পারে একটি মেয়ের সৌন্দর্যকে বহুগুন বৃদ্ধি করতে। পোশাকের আধুনিকায়ন হলেও বাঙালি নারীর শাশ্বত সৌন্দর্য ফুটে ওঠে কেবল শাড়িতেই। শাড়ির চিরন্তন আবেদন আজও অমলিন। ১২ হাত একখানা শাড়ির সৌন্দর্যের কাছে যেন হার মানে অন্য সব পোশাকই। আর তাই তো বাঙালি নারীদের কাছে শাড়ি খুব শখের একটি পোশাক।

পৃথিবীতে শাড়ির মতো ফেমিনিন ড্রেস আর নেই। শুধু একবিংশ শতাব্দীতেই নয় , শাড়ি যে বাংলার ও বাঙালি মেয়েদের পরিধেয় ছিল তা চৌদ্দ শতকেও প্রমাণ পাওয়া যায়।

সেই সময়ে কবি চণ্ডীদাস লিখেছেন-

‘নীল শাড়ি মোহন কারী

উছলিতে দেখি পাশ,

কি আর পরানে সঁপিনু চরণে

দাস করি মনে আশ’।

বাঙালি মেয়েরা শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন পার্টি এছাড়া অনেক অনুষ্ঠানে তারা শাড়ি পরিধান করে থাকেন।

কোন এক সময় বাংলাদেশের মেয়েরা সব সময় শাড়ি পরিধান করতেন। কিন্তু এখন বিভিন্ন ধরনের থ্রি পিস আর ম্যাক্সি পরিধান করায় মেয়েরা শাড়ি কম পরিধান করেন। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মেয়েরা তাদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তারা বিভিন্ন ধরনের রং বেরঙ্গের শাড়ি পরিধান করে থাকেন। যেমন তাঁতের শাড়ি, কাতান শাড়ি, বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি, এছাড়া এখন নতুন পাওয়া যায় বিভিন্ন ধরনের ফেব্রিক এর শাড়ি।

আবার আছে নকশী শাড়ি, মেয়েরা তাদের শাড়িতে নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন ধরনের দৃশ্য ফুটিয়ে তোলেন, কেউ কেউ পরে ফেব্রিক এর মাধ্যমে রং তুলি দিয়ে আবার কেউবা পরে সুই সুতা দিয়ে নিজের মতো করে শাড়ি। এছাড়া বেনারসি শাড়ি, মসলিন শাড়ি, জামদানি শাড়ি, জর্জেট শাড়ি এগুলো বাংলার নারীরা বেশি পরিধান করে থাকেন।

এছাড়া বর্তমান সময়ে মেয়েরা নিজের পছন্দমত শাড়িতে চুমকি এবং জরি দিয়ে বিভিন্ন রূপে শাড়ীকে সাজ্জিত করে থাকেন। কোন কোন শাড়িতে পাওয়া যায় বাংলার রূপ বৈচিত্র, আবার কোন কোন শাড়িতে পাওয়া যায় বিভিন্ন সাহিত্যিকদের ছবি, আবার কোন কোন শাড়ীতে দেখা যায় বিভিন্ন আলপনা।

কেন শাড়ী পড়লে নারীদের অনেক সুন্দর দেখায়: 

১) শাড়ি শুধু একটি পোশাক নয়। এটি একটি শক্তি, একটি পরিচয়, একটি ভাষা।

২) শাড়ি নারীর আত্মার পোশাক।

৩) শাড়ি একমাত্র পোশাক যা কয়েক শতাব্দী ধরে ফ্যাশনে রয়েছে।

৪) কালজয়ী ক্লাসিকের জন্য ভালবাসার রাজত্ব তৈরি করে।

৫) শাড়ি শুধুমাত্র পোশাক নয়, একই সঙ্গে যৌন প্রতীক এবং ধার্মিক দেবীর এক অদ্ভুত মিশ্রণ!

৬) শাড়ি সর্বকালের সেরা যৌনতম পোশাক। এটি আপনাকে সঠিক পরিমাণ দেখায়, এটি সঠিক পরিমাণ জুড়ে। এটি অত্যন্ত বহুমুখী, এটি শরীরের প্রতিটি ধরণের স্যুট করে। এটি প্রতিটি মুখে স্যুট করে।

শাড়ি দেখলে বাংলার প্রাচীন বাংলাকে স্মরণ করিয়ে দেয় সবার মাঝে। এ শাড়ি বিদেশেও খুব প্রচলন রয়েছে। তারাও এরকম শাড়ি পড়তে খুব পছন্দ করে। কারণ কথায় আছে শাড়ি হচ্ছে নারীর ভূষণ।

শাড়ি হচ্ছে এমন একটি কাপড় যা নারীদের রূপ বৈচিত্র কে এক নতুন রূপে সজ্জিত করে তুলে। এছাড়া শাড়ি ছাড়া অন্য পোশাকে নারীকে এতটা সুন্দর কখনো লাগবেনা। আর শাড়ির কদর শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী শাড়ির কদর রয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement