যে নারীর যত্ন-ভালোবাসা পেয়েছেন, তাকে হারতে ও হারাতে দেবেন না

যে নারীর যত্ন-ভালোবাসা পেয়েছেন, তাকে হারতে ও হারাতে দেবেন না

হোসাইন নূর

Published : ১৩:৩৮, ৩ ডিসেম্বর ২০২৪

নারীরা সহজে কাউকে ঘৃণা করে না। তবে কাউকে যদি ঘৃণা করা শুরু করে তাহলে তাকে সেখান থেকে ফেরানোর সাধ্য এ দুনিয়ায় কারো নেই। ভালোবাসার মতোই খুবই ভয়ংকর নারীর ঘৃণা। যে ব্যক্তি নারীর যত্ন ও ভালোবাসা পেয়েছে সে জানে জান্নাত কী বা কেমন হতে পারে। তাই যত্নশীল ও ভালোবাসার নারীকে হারতে-হারাতে দেবেন না।

চলুন জেনে নেই নারীরা কেমন হয়

১) যে কোনো সম্পর্কই নারীর কাছে খুবই মূল্যবান। অধিকাংশ নারীই শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক অন্যায়, অবহেলা, অত্যাচার কিংবা অসম্মান মুখ বুঝে সহ্য করে যায়। তবে সে ইচ্ছে করলে পুরুষকে আরও কাপুরুষ বানাতে পারে।

২) নারীর আগলে রাখার ক্ষমতা যেমন শক্তিশালী, তেমনি ছেড়ে আসতে চাইলেও সরে আসার ক্ষমতাও অসীম। কিন্তু নারী সহজে মুখ ফিরিয়ে নেয় না। যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে পিছনে ফিরেও তাকায় না। নারী থাকতে চাইলে থাকার মতোই থাকে। ছেড়ে দিলে সবটা ছেড়ে দিয়েই ফিরে আসে।

৩) নারীর মন কোমল বিধায় তাকে সহজে হাসানো, রাগানো  ও কাঁদানো যায়। সত্যি বলতে নারী এমনই এক প্রজাতি, যদি হৃদয়ে স্থান দেয় তবে সাধ্যের মধ্যে যেভাবে রাখা যায় সেভাবেই থাকে।

৪) নারী যদি ভেতর থেকে শক্ত হয়ে ওঠে তখন তাকে হাসানো, রাগানো কিংবা কাঁদানো কোনোটাই সহজ হয় না। এটাই নারীর শক্তি।

৫) নারীর যত্ন, ভালোবাসা কিংবা মায়া যেখানে পড়েছে সেখানেই ভালো কিছু হয়েছে। তেমনিভাবে নারী যেখানে ঘৃণা ছুঁড়ে দেয় সেখানে ভালো কিছুর সম্ভাবনা খুবই কম। একজন নারী চাইলেই কাউকে ভালোবেসে তার জীবন সুন্দর করে দিতে পারে। আবার চাইলেই কারো জীবন এলোমেলো করেও দিতে পারে।

৬) পৃথিবীতে প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে কোনো না কোনো নারীর অবদান থাকবেই। একইভাবে, প্রত্যেক ব্যর্থ পুরুষের পিছনেও কোনো না কোনো নারীর ঘৃণা রয়েছে।

নারীর ঘৃণায় নয় ভালোবাসায় থাকতে শিখুন। জীবনে কোনো নারীর ভালোবাসার আঁচলে থাকতে পারা মানে আপনি ভাগ্যবান।

নারীর ভালোবাসায় ঠাঁই পেতে চাইলে তাকে মন থেকে ভালোবাসা, যত্ন কিংবা সম্মানের কোনো বিকল্প নেই। মিথ্যা, অবহেলা, অন্যায় কিংবা অসম্মান করে নারীর ভালোবাসা খুব বেশিদিন পাওয়া যায় না।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement