আমিরাত থেকে আজ ফিরছেন ক্ষমা পাওয়া ১৪ প্রবাসী

আমিরাত থেকে আজ ফিরছেন ক্ষমা পাওয়া ১৪ প্রবাসী

প্রবাস ডেস্ক

Published : ১৭:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৪

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ক্ষমা পাওয়া ৫৭ প্রবাসীর মধ্যে প্রথম ধাপে ১৪ জন আজ দেশে ফিরছেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তাদেরকে ক্ষমা করে দেন৷

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন৷

এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং।

গত ১৯ জুলাই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দণ্ডিত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেন দেশটির প্রেসিডেন্ট। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement