লেবাননে তাণ্ডব ইসরায়েলের, আতঙ্কে বাংলাদেশিরা

লেবাননে তাণ্ডব ইসরায়েলের, আতঙ্কে বাংলাদেশিরা

প্রবাস ডেস্ক

Published : ১০:২৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

লেবাননে প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে আর আতঙ্কে দিন পার করছেন। প্রতিনিয়ত দেশে অবস্থানকারী স্বজনদের কাছে নিজেদের ভয়ের কথা জানাচ্ছেন । লেবাননের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই যেভাবেই হোক দেশে ফেরানোর ব্যবস্থার কথাও বলছেন কেউ কেউ।

ইসরায়েলের তাণ্ডব চলছে লেবাননজুড়ে। সোমবার (২৪ সেপ্টেম্বর) থেকে ক্রমাগত হামলায় ইতোমধ্যে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে আল জাজিরা।

লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন নিহত হয়েছেন ।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে পালটা হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইসরাইলের কিরায়াত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে ১৩০টি রকেট ছুঁড়ে হিজবুল্লাহ। গত এক বছর ধরে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা। এ ছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তা থামাবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। ইসরায়েল, যুক্তরাজ্যসহ আরও অনেক দেশ তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করে থাকে।

সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার। এরপর যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল। ওই ঘটনাকে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল।

এরই মধ্যে গত সোমবার থেকে গোটা লেবাননজুড়ে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণাঞ্চলে।

লেবাননের গণমাধ্যম বলছে, স্থানীয় সময় গত সোমবার সকাল সাড়ে ছয়টায় ইসরায়েলের বিমান হামলার প্রথম ঢেউ শুরু হয়। লেবাননের দক্ষিণাঞ্চলের সিডন, মারজেয়ুন, নাবাটিয়ে, বিনত জেবেইল, জেজ্জিন ও জাহরানি এবং পূর্বাঞ্চলীয় বেক্কা উপত্যকার জাহলে, বালবেক ও হারমাল জেলার কয়েক ডজন শহর, গ্রাম ও খোলা জায়গাকে লক্ষ্য করে দিনভর হামলা চালায় ইসরায়েল। দখলদার দেশটির হামলায় এখন পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যে গত সোমবার একদিনেই নিহত হয়েছেন ৪৯২ জন।

ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের এই অপরাধের জবাবে ইরান নিশ্চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচাই।

এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ১২টি দেশ হিজবুল্লাহর সঙ্গে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে ইসরায়েল। উল্টো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সামরিক বাহিনীকে সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) লেবাননের পরিস্থিতি নিয়ে রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব প্রবাসী বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে ‍দূতাবাসের পক্ষ থেকে।

যেসব এলাকায় ইসরায়েলি আক্রমণের কারণে অবস্থান করা সম্ভব হচ্ছে না, সেসব স্থান থেকে বাংলাদেশি প্রবাসীদের দূতাবাস বর্ণিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক––৭১২১৭১৩৯, হটলাইন নম্বর-৭০৬৩৫২৭৮, হেল্পলাইন নম্বর-৮১৭৪৪২০৭ এবং [email protected] ইমেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

লেবাননে অবস্থানরত প্রবাসী শেখ মামুন এক ভিডিও বার্তায় জানান, যুদ্ধকবলিত এলাকায় যারা আছেন, পরিস্থিতি শোচনীয় না হলে দ্রুত তারা বৈরুতের দিকে চলে আসুন। তিনি এই সময় মনোবল না হারানোর পরামর্শ দেন প্রবাসী বাংলাদেশিদের।

তিনি বলেন, প্রবাসে আমাদের অভিভাবক দূতাবাস। আসলে দূতাবাস এমন একটা জায়গায় অবস্থিত, পরিস্থিতি বিবেচনায় সেখানে অনেকেই অফিস করতে পারছেন না। এছাড়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মনোবল হারালে চলবে না। আমরা আশাবাদী, অচিরেই এই সমস্যার সমাধান হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ বিষয়ে জানান, লেবাননের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। দূতাবাসের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যদি কেউ নিজ উদ্যোগে দেশে ফিরে আসতে চান, সেক্ষেত্রে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, চলমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের লেবানন ত্যাগ করার বার্তা দিয়েছে দেশটির দূতাবাস। পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া এই সময়ে নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement