লেবানন থেকে ফিরতে আগ্রহীদের তথ্য সংগ্রহ করছে বাংলাদেশি দূতাবাস
Published : ১৬:০৫, ৯ অক্টোবর ২০২৪
লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ করছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য সংগ্রহ কো হচ্ছে।
এতে আরও বলা হয়, দূতাবাসের ফেসবুকে নির্ধারিত ফরম ডাউনলোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী শুক্রবার (১১ অক্টোবর) রাত ১২টার মধ্যে পূরণ করা ফরম জমা করতে হবে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকান থেকে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে।
এছাড়া ই-মেইল অ্যাড্রেস- [email protected] ফরম পূরণ করে পাঠানো যাবে বলেও উল্লেখ করেছে দূতাবাস
এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে বৈরুতের বাংলাদেশি দূতাবাস জানায়, লেবাননে যুদ্ধের কারণে যেসব প্রবাসী কর্মস্থল ও আবাসস্থল ত্যাগ করেছেন তাদের লেবানন-প্রবাসী বিভিন্ন বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে তুলনামূলক নিরাপদ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে।
কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি লেবানিজ সরকার-ঘোষিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিভিন্ন সাময়িক আশ্রয়কেন্দ্র ও আবাসস্থলে অবস্থানকারী প্রবাসীদের কাছে খাদ্যসামগ্রীসহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র পৌঁছানো হয়েছে। এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
লেবাননের বৈরুতে সাম্প্রতিক সময়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল। বিমান হামলার পাশাপাশি চলতি মাসের এক তারিখ থেকে স্থল অভিযানও শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে এ পর্যন্ত লেবাননের ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আশ্রয় শিবিরেও জায়গা নেই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দেয়ার।
বিডি/ও