সৌদিতে আরও ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার
Published : ১৬:৪৫, ২২ ডিসেম্বর ২০২৪
গত এক সপ্তাহে বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে আরও ২০ হাজার ১৫৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই খবর জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।
গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে নিরাপত্তা বাহিনী পরিচালিত যৌথ অভিযানে গ্রেপ্তার করা প্রবাসীদের মধ্যে ১১ হাজার ৩০২ জনকে আবাসিক, পাঁচ হাজার ৬৫২ জনকে সীমান্ত নিরাপত্তা ও তিন হাজার ২০৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়।
সৌদির সীমান্ত পার হওয়ার চেষ্টাকালেও এক হাজার ৮৬১ জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একইসঙ্গে অবৈধভাবে রাজ্য ত্যাগের চেষ্টাকালে আরও মোট ১১২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও নিয়োগের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। এর আগে, গত ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করে দেশটি।
বিডি/এন