পিলখানা হত্যাকাণ্ডের শুনানি হচ্ছে না আজ

পিলখানা হত্যাকাণ্ডের শুনানি হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক

Published : ১৪:৪৫, ৯ জানুয়ারি ২০২৫

রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের শুনানি আজ (বৃহস্পতিবার) হচ্ছে না। বিকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন বিচারক বলে জানা গেছে।

এর আগে সকালে বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হবার কথা ছিল। কিন্তু মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অবস্থান নেন। এমনকি এজলাস কক্ষেও দেওয়া হয় আগুন।

পরে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিট মাদ্রাসা মাঠে বৈঠকে বসেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement