কাফনের কাপড় বেঁধে গণমিছিলে কারিগরি শিক্ষার্থীরা

কাফনের কাপড় বেঁধে গণমিছিলে কারিগরি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৫:৩৮, ১৮ এপ্রিল ২০২৫

৬ দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল শুরু করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে গণমিছিলে অংশ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ তাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি। এ কারণে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম। 

তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম; কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। তাই আমরা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি।’

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement