মিনি বাসচাপায় এক্সপ্রেসওয়ের শ্রমিক নিহত, সড়ক অবরোধ

Published : ১১:২৯, ২০ এপ্রিল ২০২৫
রাজধানীর উত্তরায় মিনিবাসের চাপায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা।
রোববার (২০ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা দুটি মিনিবাস ভেঙেছেন। পাশাপাশি আব্দুল্লাহপুর-বাইপেল সড়কে আগুন দিয়ে তারা বিক্ষোভ করছেন। এতে করে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।
শ্রমিকরা জানান, সকালে কামারপাড়া সড়কে সার্ভিস ম্যান হিসেবে কাজ করছিলেন ওই শ্রমিক। একটি মিনি বাসকে থামার সংকেত দেন তিনি। এ সময় ওই মিনিবাসটি তাকে চাপা দেয়।
দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাঁধন বলেন, খবর পেয়ে আমাদের একটি দল সেখানে কাজ করছে।
কামারপাড়ায় দায়িত্বরত সার্জেন্ট এরশাদুজ্জামান বলেন, আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কে কামারপাড়ার ইসলাম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহপুরগামী একটি মিনিবাস ওই শ্রমিককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ খবরে ঘাতক বাসে আগুন দেয় শ্রমিকরা। এছাড়া সড়ক অবরোধ করেন তারা।
বিডি/ও