সরকারের আগে ইসি কিছু বললে তাতে সন্দেহ হয়: নাসীরউদ্দীন পাটওয়ারী

Published : ১৭:৪২, ২০ এপ্রিল ২০২৫
নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা না করে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। সরকারের আগে ইসি কিছু বললে তাতে সন্দেহ হয়। ফ্যাসিস্ট আইনে যেন নির্বাচন না হয়।
সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন আয়োজন করতে হবে। রোববার (২০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসীরউদ্দীন পাটওয়ারী।
সরকারের ঐকমত্য কমিশন যদি সিদ্ধান্ত নেয়, তাহলে ইসি পুনর্গঠন হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপিরসাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশ ও প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ফ্যাসিস্ট কাঠামোতে নিয়ে গিয়েছিল।
মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। বিগত সরকারের আমলে ২০২২ সালে নির্বাচন কমিশনার নিয়োগ আইন গঠন করে। সেই হিসেবে সরকারের ঐকমত্য কমিশন যদি সিদ্ধান্ত নেয় ইসি পুনর্গঠন হতে পারে।
নির্বাচন কমিশন গঠন আইনের বিরোধিতা করি আমরা। বর্তমানে যারা আছে, ঐকমত্য কমিশনের উপর নির্ভর করবে তারা থাকবে কি থাকবে না।
নির্বাচনের কাজ ঐকমত্য কমিশনের প্রতিবেদনের পর করার দাবি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এএম