ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা ’অত্যন্ত উদ্বেগজনক’: ফারুকী

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা ’অত্যন্ত উদ্বেগজনক’: ফারুকী

নিজস্ব প্রতিবেদক:

Published : ০৮:৫৮, ২৯ এপ্রিল ২০২৫

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জুলাই আন্দোলনের সময় হত্যার অভিযোগে ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা দায়েরকে অত্যন্ত উদ্বেগজনক ও অত্যন্ত চিন্তার বিষয় বলে মন্তব্য করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, "এখন আমি সরকারে আছি, এখন আর একজন সমাজকর্মী নই। এজন্য আমি কম কথা বলি, বেশি কাজ করি। আমি ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই এটি ডিপলি ট্রাবলিং এবং ডিপলি ডিস্টার্বিং (অত্যন্ত উদ্বেগজনক ও অত্যন্ত চিন্তার বিষয়)।

তিনি আরও বলেন, "এটি একটি ব্যক্তিগত মামলা, এটি রাষ্ট্র বা সরকারের মামলা নয়। এখন সবাই মামলা করতে পারছে, কিন্তু কিছু মানুষ এই সুযোগটির অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ সঠিকভাবে তদন্ত করবে, সত্যের সঙ্গে থাকবে এবং মিথ্যা বাদ দেবে।"

নাট্যশিল্পী ইরেশ যাকেরসহ ৪০৯ জনের বিরুদ্ধে রাজধানীর মিরপুরে জুলাই আন্দোলনের সময় মাহফুজ আলম শ্রাবণকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

ওই দিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং মিরপুর মডেল থানার ওসিকে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement