ইসিতে এলো দুদকের প্রতিনিধি দল
Published : ১৪:৫৭, ১৯ ডিসেম্বর ২০২৪
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) এসেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের ইটিআই ভবনে দুপুর ১২টার দিকে পৌঁছে প্রথম এনআইডি সেবা দেওয়া অংশ থেকে তথ্য সংগ্রহ করে দুদকের ৪ সদস্যের প্রতিনিধি দল।
পরে দুপুর দেড়টার দিকে তারা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকের আগে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, এনআইডি সেবা সংক্রান্ত সমস্যা রয়েছে। আমরা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইপিআই) ভবন থেকে কিছু তথ্য নিয়েছি। এখন ডিজি মহোদয়ের সঙ্গে কথা বলবো।
বিডি/ও