পুলিশের ২৩ কর্মকর্তাকে বদলি
Published : ২২:৪৬, ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে তাদের বদলি বা পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন এবং পুরনো কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে, ৩১ ডিসেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তাদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
বিডি/এন