অন্তর্বর্তী সরকারের উদারতা এ জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত

অন্তর্বর্তী সরকারের উদারতা এ জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৪:৩৬, ২৬ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে উদারতা দেখাচ্ছে, তার পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ।

সবশেষে তিনি লিখেছেন, আজকে আমলা আগামীকাল অন্য কেউ।

এই পোস্টের কমেন্টে মোহাম্মদ তারেক নোমান নামে একজন লিখেছেন, দালাল আমলাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশনে না গেলে এরকম ঘটনা আরও ঘটবে। এইচ এম নজরুল ইসলাম নোমান লিখেছেন, সঠিক কথা বলেছেন।

আব্দুর রহিম আল আনসারী লিখেছেন, এই বাংলায় সব মানুষের থাকবে সমান অধিকার, থাকবে না শুধু স্বৈরাচার। এটাই হোক আমাদের অঙ্গীকার।

মোহাম্মদ জাহিদুল ইসলাম খোকন নামে আরেকজন লিখেছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশের জনগণের কপালে দুঃখ আছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement