৩৫ শতাংশ কোটা খালি রেখেই হজের নিবন্ধন শেষ
Published : ২২:৪৬, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রায় ৪৪ হাজার কোটা খালি রেখেই ২০২৫ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময় শেষ হয়েছে। এরমধ্যে সরকারি ও বেসরকারিভাবে ৮৩ হাজার ৫২৭ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৮০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫৪৭ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টায় নিবন্ধনের সময় শেষ হয়।সৌদি আরবে সঙ্গে চুক্তি অনুযায়ী এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা রয়েছে। সেই হিসাবে এখনো কোটা খালি রয়েছে ৪৩ হাজার ৬৭১ জনের, যা শতকরা হিসাবে প্রায় ৩৫।
চলতি বছর ১ সেপ্টেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। প্রায় চার মাস পর্যন্ত চলে এই নিবন্ধনের কার্যক্রম। এরপরও প্রত্যাশিত হজযাত্রীর সাড়া মেলেনি।
৩০ অক্টোবর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। ঘোষিত সাশ্রয়ী সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের প্যাকেজ-১ এর চেয়ে এক লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে (প্যাকেজ-২) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এ হিসাব খাবার খরচ ছাড়া।
৬ নভেম্বর হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বাতিল হওয়া কমিটি আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে দুটি প্যাকেজ ঘোষণা করে। ‘সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দ’ ব্যানারে তারা এ প্যাকেজ ঘোষণা করে। খাবার খরচ যুক্ত করে সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা। পরদিন ৭ নভেম্বর ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা’ তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। তাদের ঘোষণা করা প্রথম প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজের মূল্য ৫ লাখ ৮৫ হাজার এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিডি/এন