এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি:

Published : ১৬:৩৫, ৩১ ডিসেম্বর ২০২৪

এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রকাশ্য দিনের আলোতে। এদেশে রাতে আর কোনো ভোট হবে না। দিনের বেলায় সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা করবে। 

এ দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারা যেন লুটপাট করে দেশটাকে শেষ করে দিতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আ.ফ.ম খালিদ বলেন, এটা আমাদের সবার দেশ। এটা কারও জমিদারি নয়। 

এ দেশ কোন দলকে ইজারা দেওয়া হয়নি। ৫ বছর পরপর ভোট হবে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। ছলেবলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলাটিপে হত্যা করা কোন দেশ প্রেমিকের কাজ হতে পারে না। 

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা হজ প্যাকেজের টাকা কমিয়েছি। আমরা আগামী সপ্তাহে সৌদি আরব গিয়ে চুক্তি করব। পাশাপাশি আমরা যাকাত বোর্ড গঠন করেছি। এ বছর ১২ কোটি টাকা এবং আগামী বছর ২৫ কোটি টাকা গরিব মানুষের মাঝে বণ্টন করব।

তিনি বলেন, বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ দেশ আমাদের সবার। এ দেশকে আমরা সবাই ভালোবাসি। আজ আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল। 

আগামীতে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে। রাতে কোন ভোট হবে না। 

এ সময় ইমাম মুয়াজ্জিনদের জন্য পে স্কেলের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আমিরুল মুসলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ড. শহিদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সস্পাদক মাহাবুবুল হক নান্নু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement