দ্রুত সংস্কার শেষ করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: জামায়াতনেতা মিলন

Published : ১৮:২২, ১২ এপ্রিল ২০২৫
সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবার ফ্যাসীবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান ঘটবে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসন থেকে দলটির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ও নির্বাচনকে অর্থবহ করতে রাষ্ট্রের জরুরি সংস্কারের কোনো বিকল্প নেই। দ্রুত সংস্কার কাজ শেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শনিবার (১২ এপ্রিল) রাজধানীতে দলটির ‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষে শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
মিলন বলেন, ‘‘আগস্ট বিপ্লবের মাধ্যমে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ আওয়ামী সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মা ও প্রতিভূরা এখনো সক্রিয় রয়েছে। তারা অর্জিত বিজয়কে বিতর্কিত ও নস্যাৎ করার জন্য নানাবিধ অপতৎরতা চালিয়ে যাচ্ছে। মূলত, আওয়ামী মাফিয়াতন্ত্রীরা পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রীয় সংবিধানকে রীতিমতো বাকশালি ইস্তেহারে পরিণত করা হয়েছে। তাই রাষ্ট্রকে কার্যকর ও দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কার জরুরি। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানের অধীনে কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব নয়।’’
জামায়তের এই নেতা আরও বলেন, ‘গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্মমতা ও নিষ্ঠুরতার কারণেই মুসলিম উম্মাহর কাছে এবারের ঈদ উৎসবমুখর ও আনন্দঘন হয়ে ওঠেনি।’
থানা আমীর আবু সাঈদ মণ্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি তারিফুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক এবং হাতিরঝিল অঞ্চলের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার ও ইবনে সিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সাজেদ আব্দুল খালেক। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন, মো. তাজউদ্দিন, বিশিষ্ট ব্যাংকার জিল্লুর রহমান পাটোয়ারী, জামায়াত নেতা হাসান আল বান্না, আব্দুল্লাহ আল জিহাদী, শেখ ফরিদ, রইচ উদ্দিন আহমেদ, রাইয়্যান আত তাহাভী, মমিনুল ইসলাম মিল্লাত, নুর আলম হিমেল, মোতালেব হোসাইন, হাফেজ ওবায়দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আকতার হোসেন, ছাত্রশিবিরের শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সভাপতি আবুল হাসান, থানা সভাপতি আকরাম হোসেন রাহিদ, জুবায়ের আহমেদ ও তেজগাঁও কলেজ সেক্রেটারি জুয়েল আহমেদ প্রমুখ।
এনই