ডেসটিনির নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

ডেসটিনির নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

নিজস্ব প্রতিবেদক:

Published : ১২:৫৮, ১৮ এপ্রিল ২০২৫

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। 

দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্যসচিব করা হয়েছে ফাতিমা তাসনিমকে। 

মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।

গত রোববার ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেন এবং বৃহস্পতিবার নতুন দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement