জামায়াত নেতাদের সাথে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Published : ১৫:১৭, ২৭ এপ্রিল ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রোববার (২৭ এপ্রিল) বেলা ১২টায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টানা এক ঘণ্টা ধরে চলে এ বৈঠক। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আলোচনা হয়েছে। নারী অধিকার ও মাইনোরিটি বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উত্তরে যার যার অধিকার নিশ্চিতের বিষয়ে জামায়াত সচেতন ও সচেষ্ট থাকবে বলে অবহিত করা হয়।
গার্মেন্টস ব্যবসা সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয় বৈঠকে।
এছাড়া নির্বাচন ইস্যুতে বিশদ আলোচনায় অবজারভার পাঠানো ও বুথে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে অবহিত করে জামায়াত। একইসাথে নির্বাচনের টেকনিক্যাল ও সিসি ক্যামেরার অর্থ সহায়তা দেয়ার আহ্বানও জানানো হয়।
প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে টাইমলাইন দিয়েছে জামায়াত সেটা সমর্থন করে বলে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে বলেও জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের।
বিডি/ও