গণ অধিকার পরিষদের শোভাযাত্রায় ৪০০ মোটরসাইকেল

গণ অধিকার পরিষদের শোভাযাত্রায় ৪০০ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

Published : ১৪:৪১, ২৩ সেপ্টেম্বর ২০২৪

গণ অধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে ৪০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে। শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, কোনাবাড়িসহ বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যাত্রাবিন্দুতে এসে মিলিত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাইপাস এলাকা থেকে গণধিকার পরিষদের নেতাকর্মীরা এ শোভাযাত্রাটি বের করেন।

উপজেলা গণআধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজাহার।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অথচ এ দেশের অনেক গরীব মানুষ টাকার অভাবে ইলিশ মাছ খেতে পারে না। এমনটা হওয়ার কথা ছিল না। এ অবস্থা শেখ হাসিনার আমলে ছিল। এই সরকারের আমলে এটা প্রত্যাশা করিনি।

পাঠান আজাহার আরও বলেন, যারা ঢাকা ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

এসময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের গাজীপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ আরও অনেকে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement