রংপুরে আ. লীগের ২ নেতাকে ধরিয়ে দিলো জনতা
Published : ২২:৫৭, ১৩ নভেম্বর ২০২৪
রংপুরে মজিবর রহমান হংকং ও সাইদুল ইসলাম নামে আওয়ামী লীগের ২ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পীরগাছা উপজেলার সাতদরগা বাজার থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে।
আটকরা হলেন- উপজেলার অন্নদানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান হংকং এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর গা ঢাকা দেয় মজিবর রহমান হংকং ও সাইদুল ইসলাম। আজ তারা সাতদরগা বাজারে আসেন। এসময় উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে অবরুদ্ধ দুজনকে থানায় নিয়ে যায়।
পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, পৃথক ৩টি মামলার গ্রেপ্তার দেখিয়ে ওই ২ নেতাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি/ও