জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১৭ জনকে খালাস
Published : ১৯:৫৭, ১৮ নভেম্বর ২০২৪
রংপুরে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১৭ জন খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় খালাস পাওয়া ব্যক্তিগণ আদালতে উপস্থিত ছিলেন।
বিবাদী পক্ষের আইনজীবী মো. জয়নাল আবেদীন বলেন, ২০১৫ সালের ২৬ মে নগরীর কিষাণ হিমাগারের পূর্ব দিকে আশিক ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।
অভিযানে সরকার পতনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে জামায়াত-শিবিবের কর্মীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানায় পুলিশ মামলা দায়ের করেন। পরে কোতয়ালী থানার তৎকালীন এসআই হোসাইন আলী ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ আইনজীবীদের যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত ১৭ জন অভিযুক্তকে খালাস দেন।
আইনজীবী জয়নাল আবেদীন বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এ মামলায় জামায়াত-শিবিরসহ সাধারণ মানুষকে ফাঁসানো হয়েছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এতে করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বিডি/ও